Site icon Jamuna Television

জয়ের হাসিতে বছর শুরু বার্সেলোনার

শেষ দিকের গোলে জয়ের আনন্দে নতুন বছর শুরু করলো বার্সেলোনা। লাম পালমাসের সাথে কষ্টার্জিত ২-১ গোলের জয় পেলো লা লিগার শিরোপাধারীরা।

নিজেদের মাঠ এস্টাডিও গ্রান ক্যানারিয়াতে শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে লাস পালমাস। এর সুবাদে ১২ মিনিটেই মুনির আল হাদ্দাদির গোলে লিড নেয় পালমাস। একের পর এক আক্রমণে বার্সা ডিফেন্ডারদের ব্যস্ত রাখেন মুনির, মোলেইরোরা। ১-০ তে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কাতালনরা।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে পালমাস ডিফেন্ডারদের ভুলে বল জালে জড়ান ফেরান তোরেস। সমতায় ফেরে বার্সা। নিজেদের মাঠে তবু দাপটের সাথে লড়তে থাকে লাস পালমাস। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি থেকে গোল করে বার্সাকে স্বস্তির জয় এনে দেন অধিনায়ক গুন্দোয়ান।

এই ম্যাচ শেষে ১৯ ম্যাচে ১২ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে কাতালনরা। সমান সংখ্যক ম্যাচে ১৫ জয় ও ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

/এএম

Exit mobile version