Site icon Jamuna Television

৮ ঘণ্টা পর শুরু হয়েছে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল

শরীয়তপুর প্রতিনিধি:

ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে ফেরি চলাচলের অনুমতি দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে রাত ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, মধ্যরাতে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। তাই দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়।

বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে।

/এমএইচ

Exit mobile version