Site icon Jamuna Television

মার্কিন সাহায্য ছাড়া দুই সপ্তাহও টিকবে না সৌদি: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া সৌদি আরব দুই সপ্তাহও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মিসিসিপিতে অনুষ্ঠিত এক র‍্যালীতে অংশ নিয়ে সৌদি বাদশাহ সালমানকে উদ্দেশ্য করে এ কথা বলেন ট্রাম্প। ট্রাম্পের এ মন্তব্যকে ‘অকূটনৈতিকসুলভ’ বলছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্প বলেন, আমরা সৌদি আরবকে সুরক্ষা দিচ্ছি। আপনারা জানেন, তারা ধনী। আমি বাদশাহ সালমানকে পছন্দ করি। তবে আমি তাকে বলেছি, আপনাকে আমরা সুরক্ষা দিচ্ছি। আমাদের সাহায্য ছাড়া আপনি দুই সপ্তাহের বেশি টিকবেন না। তবে ট্রাম্প কবে, কখন সৌদি বাদশাহকে এসব কথা বলেছেন তা উল্লেখ করেননি।

বিশ্বে সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। যার কারণে তারাই তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের মূল নেতৃত্বে রয়েছে। তবে তেলের উচ্চ মূল্যের কারণে ওপেকের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি বলেছেন, বাকি বিশ্ব থেকে অর্থ তুলে নিচ্ছে ওপেক সদস্যরা।

এদিকে, ট্রাম্পের এমন কঠোর বক্তব্যের পরও সৌদি আরব কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

Exit mobile version