Site icon Jamuna Television

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেও ব্যবস্থা রাখা হয়েছে: বিজিবি মহাপরিচালক

নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১০০ প্লাটুন ও ৪৮৭টি নির্বাচনী বেইজ ক্যাম্প তৈরি করা হয়েছে। তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেও সে ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুমিং কমপ্লেক্স অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

বিজিবি মহাপরিচালক বলেন, এ বছর দুটি প্লাটুন সন্দীপে মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য কঠোরভাবে দায়িত্ব পালন করার কথা জানান তিনি।

তিনি বলেন, নির্বাচন যাতে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি। নির্বাচনের জন্য মাঠে বিজিবি গোয়েন্দা সংস্থা কাজ করবে।

তিনি আরও বলেন, সবাই একসঙ্গে কাজ করলে যেকোন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। গুজব নিয়ন্ত্রণের জন্যও ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।

এটিএম/

Exit mobile version