Site icon Jamuna Television

কিমের পর উত্তর কোরিয়ার নেতা কে হবে জানালো গোয়েন্দা রিপোর্ট

কিম জং উনের পর উত্তর কোরিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা হবেন তার মেয়ে কিম জু-আয়ে। এমনটি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।

প্রতি্বেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই কিম জু-আয়ের ওপর নজরদারী চালিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এন আই এস। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক কার্যক্রমে স্পষ্ট হয়েছে যে কিম জং উনের মেয়েই উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরাধিকারী হবেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন প্রশাসনিক ও সরকারি কাজে কিম জু-আয়ের উপস্থিতি এবং তার প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর ঘটনায় স্পষ্ট হয়েছে বিষয়টি। তবে কিম এখনও অল্প বয়সী হওয়ায় এখনই অন্য সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না এই প্রতিবেদন।

২০২২ সালের শেষ দিকে প্রথম প্রকাশ্যে দেখা যায় কিম কন্যাকে। এরপর থেকেই তাকে হাই প্রোফাইল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এটিএম/

Exit mobile version