Site icon Jamuna Television

এক টুনা মাছের দাম আট লাখ ডলার!

জাপানে এই বছরের প্রথম নিলামে সবচেয়ে দামি ব্লুফিন টুনা বিক্রি হয়েছে। ছবি: ব্লুমবার্গ নিউজ।

এক ব্লুফিন টুনা মাছের দাম আট লাখ ডলার! অবিশ্বাস্য মনে হলেও শুক্রবার (৫ জানুয়ারি) এমন দামেই একটি মাছ বিক্রির ঘটনা ঘটেছে জাপানে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, নতুন বছর উপলক্ষে আয়োজিত নিলামে একটি নীল পাখনাওয়ালা টুনার এই মূল্য উঠেছে। টোকিওর সবচেয়ে বড় মাছের বাজার করে এ বার্ষিক আয়োজন।

বাজারে বিশাল বিশাল আকারের মাছ নিলামে তোলেন ব্যবসায়ীরা। আট লাখ ডলারে বিক্রি হওয়া টুনার ওজন ২৩৮ কেজি। যা গেল দুই দশকের মধ্যে নিলামে ওঠা সর্বোচ্চ ওজনের মাছ। আট লাখ ডলার বা ১১৪ মিলিয়ন ইয়েন দিয়ে মাছটি কিনেছে টোকিও’র একটি অভিজাত সুশি রেস্টুরেন্ট।

\এআই/

Exit mobile version