Site icon Jamuna Television

বরগুনার আমতলী পৌর মেয়রের বিরুদ্ধে মামলা দায়ের

বরগুনা করেসপনডেন্ট:

বরগুনার আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে, মতিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মো. আব্দুছ সালামের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০ ডিসেম্বর মতিয়ার তার বাসার সামনে যুবলীগের বর্ধিত সভায় আসন্ন সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানকে উদ্দেশ্য করে বিভিন্ন কটুক্তিমূলক বক্তব্য প্রদান করেন। এ ছাড়া সাধারণ ভোটারদের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদান করেন তিনি।

বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, বরগুনার পুলিশ সুপার, বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তাসহ ১১ জনকে এ চিঠি পাঠানো হয়।

এএস/

Exit mobile version