Site icon Jamuna Television

ভোটের আগে বাংলাদেশের জন্য অ্যামনেস্টির ১০ দফা মানবাধিকার সনদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের জন্য ১০ দফা মানবাধিকার সনদ দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তাদের ওয়েবসাইটে এই ১০ দফার সনদ প্রকাশ করেছে।

অ্যামনেস্টি বলেছে, ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সামনে রেখে তারা এই মানবাধিকার সনদ দিয়েছে। ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের মূল পরিকল্পনায় মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের বিষয়টি যাতে থাকে, তা নিশ্চিত করতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অ্যামনেস্টির ১০ দফা মানবাধিকার সনদের মূল বিষয়গুলো হলো

১. মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন এবং তা রক্ষা করুন।

২. প্রতিবাদকে সুরক্ষা দিন।

৩. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান করুন।

৪. গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটান।

৫. নারীর অধিকার রক্ষা করুন।

আরও পড়ুন: নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে জাল ব্যালট ছাপানোর অভিযোগ

৭. মৃত্যুদণ্ড বাতিল করুন।

৮. জলবায়ুসংকট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পদক্ষেপ গ্রহণ করুন।

৯. হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ঘটনায় দায়মুক্তির অবসান ঘটান।

১০. করপোরেট দায়বদ্ধতা ও শ্রম অধিকার সমুন্নত রাখুন।

এই দশ দফার ক্রমবিন্যাস অগ্রাধিকারের ভিত্তিতে করা হয়নি বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি। প্রতিটি দফার ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণও তুলে ধরে মানবধিকার সংগঠনটি। সবকটি দফায় পৃথকভাবে কিছু সুপারিশও করেছে।

এছাড়া, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তিতে বাংলাদেশের অঙ্গীকার অনুযায়ী মানবাধিকার রক্ষায় বাধ্যবাধকতার বিষয়টিও মনে করিয়ে দিয়েছে সংস্থাটি। এসব চুক্তির মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর), ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস (আইসিইএসআর)। বাংলাদেশের সংবিধানে থাকা মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়।

অ্যামনেস্টির ১০ দফা মানবাধিকার সনদের বিস্তারিত জানতে চাইলে ক্লিক করুন

/এমএন

Exit mobile version