Site icon Jamuna Television

বিপিএল সামনে রেখে নির্বাচনী ব্যস্ততার মধ্যেই অনুশীলনে সাকিব

মাগুরা করেসপনডেন্ট:

কালকের পরদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এরইমাঝে ফিটনেস ধরে রাখতে অনুশীলন নেমেছেন মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে মাগুরার আসাদুজ্জামান স্টেডিয়ামে অনুশীলনে নামেন তিনি। খুলনা থেকে আসা ট্রেইনার আসলাম অনুশীলন করান সাকিবকে।

জানা গেছে, আসন্ন বিপিএলে ঘিরে ফিটনেস ধরে রাখতেই অনুশীলন করেছেন এই টাইগার অলরাউন্ডার।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সাকিবসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যরা হলেন, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ, তৃণমূল বিএনপির সন্‌জয় কুমার রায় (রনি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) কে. এম মোতাসিম বিল্লা ও বাংলাদেশ কংগ্রেসের অ্যাড. কাজী রেজাউল হোসেন।

/আরএইচ/এনকে

Exit mobile version