Site icon Jamuna Television

টঙ্গীর ফ্যান কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় মামলা

গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণ দুইজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত আজিজুল হকের বাবা মো: রফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে গাজীপুর মেট্টাপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় এজাহারে কারখানার মালিক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণকে আসামি করা হয়েছে। তবে কারো নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া হিট চেম্বার বিষ্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতে ঢাকায় চিকিৎসাধীন লালচাঁন নামে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন এসব তথ্য জানান।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বিসিক শিল্প এলাকায় ন্যাশনাল ফ্যান তৈরির কারখানার হিট চেম্বার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই সময় আজিজুল হক এবং সামসুল হক দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় লালচাঁন মারা যান।

Exit mobile version