Site icon Jamuna Television

আরব সাগরে ছিনতাইকৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌবাহিনীর

ভারতের ডিজাইন করা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের পাশ দিয়ে উড়ে যাচ্ছে একটি পাখি। ছবি: রয়টার্স।

আরব সাগরে অভিযান চালিয়ে ২১ নাবিকসহ ছিনতাই হওয়া বাণিজ্যিক জাহাজ উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী। শনিবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমালিয়া উপকূল থেকে ছিনতাই হয় লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি লিলা নরফোক। এসময়, জাহাজটিতে ২১ নাবিক ছিলেন। যারমধ্যে ১৫ জনই ভারতীয়।

এরপরই, সেটি উদ্ধারে অভিযান শুরু হয়। এতে অংশ নেয় ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই, সামুদ্রিক টহল বিমান, একাধিক হেলিকপ্টার এবং ড্রোন। অভিযান পরিচালনা করে নৌবাহিনীর এলিট ফোর্স মার্কোস। অভিযানে সবাইকে উদ্ধার করেন কমান্ডোরা।

উদ্ধারকৃত নাবিকদের সবাই সুস্থ ও নিরাপদে রয়েছে। কমান্ডোদের দাবি, অভিযানের আগেই ছিনতাইকারীরা জাহাজ ছেড়ে পালিয়ে যায়।

\এআই/

Exit mobile version