Site icon Jamuna Television

রাজশাহীতে দুটি ভোট কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে দুইটি ভোট কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ জানুয়ারি) রাতে চারঘাট উপজেলার মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশের একটি চায়ের দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এদিকে বাঘা উপজেলার চকরামপুর উচ্চ বিদ্যালয়ে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় স্কুলের নাইট গার্ড ও স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায় আগুন দেয়ার চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালানো চলছে।

এটিএম/

Exit mobile version