Site icon Jamuna Television

চাঁদপুরে বাসে আগুন, অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরে আনন্দ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) ভোর পাঁচটায় শহরের বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এতে বাসের হেলপার খোকন অগ্নিদগ্ধ হয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে পুলিশ ও ওই বাসের মালিকের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মো. মুহসীন আলম জানান, ভোরে বাসে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে বাসের ড্রাইভার নাসির উদ্দিন ও হেলপার খোকন। এ সময় হেলপার খোকনের পাশে থাকা কয়েল থেকে তার শীত বস্ত্রে আগুন লাগে। এ থেকেই অগ্নিকাণ্ডের আগুনের সূত্রপাত হয়।

পরে আগুন ছড়িয়ে পরলে দুজনেই বাস থেকে নেমে পড়েন। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাস মালিক সম্ভু চন্দ্র ঘোষের দাবি, এই আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এসজেড/

Exit mobile version