Site icon Jamuna Television

ভোট: ছুটির দিনেও খোলা ব্যাংকের কিছু শাখা

ফাইল ছবি।

আজ ছুটির দিনেও মিলছে ব্যাংকিং সেবা। নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের প্রেক্ষিতে ছুটির দিনে খোলা রাখা হয়েছে ব্যাংকের বিভিন্ন শাখা। সীমিত জনবল দিয়ে চালানো হচ্ছে লেনদেন কার্যক্রম। গতকাল শুক্রবারও (৫ জানুয়ারি) চালু ছিল শাখাগুলো।

নির্বাচনকেন্দ্রিক অর্থ লেনদেন চালু রাখতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছিল ইসি। এরইপ্রেক্ষিতে ব্যাংকের বিভিন্ন শাখা খোলা থাকলেও গ্রাহক গ্রাহক উপস্থিতি তেমন নেই বললেই চলে।

ব্যাংকাররা বলছেন, হাতেগোনা গ্রাহক এসেছেন অর্থ লেনদেনের জন্যে। তবে টাকা তোলা বা জমা দেয়া ছাড়া অন্য কোনো সেবা মিলছে না।

তারা জানান বলছেন, শুধু লেনদেন ছাড়া অন্য কার্যক্রম পরিচালনার নির্দেশনা নেই। আগামীকাল ভোটগ্রহণ উপলক্ষ্যে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার থেকে চলবে নিয়মিত ব্যাংকিং সেবা।

/এমএন

Exit mobile version