Site icon Jamuna Television

গাজীপুরে আওয়ামী লীগের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলীর অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা মুলাইদ গ্রামের শফিক মোড়ের নৌকার অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়া হয়।

এ নিয়ে তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন রানা জানান, তফসিল ঘোষণার পরই মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী কার্যক্রম ওই অস্থায়ী নির্বাচনী ক্যাম্প থেকে পরিচালনা করা হতো। ভোটের দিন এ অস্থায়ী অফিস থেকেই ভোটারদের ভোটার নম্বরসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার কথা ছিল। শুক্রবার রাত পর্যন্ত সাধারণ ভোটার, কর্মী ও সমর্থকরা এই ক্যাম্পে ছিল। রাত একটার দিকে তারা নিজ বাড়িতে চলে যায়। পরে গভীর রাতে বা ভোরের দিকে কে বা কারা নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়। এতে অস্থায়ী এই নির্বাচনী ক্যাম্পের পর্দা, ত্রিপল ও ব্যানার পুড়ে গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুনে ওই ক্যাম্পের কিছু কাপড় পুড়ে গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এসজেড/

Exit mobile version