Site icon Jamuna Television

ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান এবি পার্টির মঞ্জু’র

ভোটারদের আগামীকাল ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও প্রশাসন সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা সবাই এক ব্যক্তির নির্দেশেই চলছে। নির্বাচনের নামে সাজানো নাটক চলছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভয়ভীতি ও প্রলোভনে কোনো কাজ হবে না। অতীতের জ্বালাও-পোড়াওয়ের মত নাশকতার ষড়যন্ত্র শুরু করেছে সরকার। তাই এই নির্বাচনও জনগণের কাছে বৈধতা পাবে না।

/এনকে

Exit mobile version