Site icon Jamuna Television

চূড়ান্ত গন্তব্যের দ্বারপ্রান্তে ভারতের প্রথম সৌরযান

চূড়ান্ত গন্তব্যের দ্বারপ্রান্তে ভারতের প্রথম সৌরযান আদিত্য-এলওয়ান। শনিবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় চারটার দিকে সূর্যের অন্তিম কক্ষপথে প্রবেশ করবে সেটি। খবর বিবিসির।

সেখানে সৌরযানটি স্থাপন করতে প্রচেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। গবেষকরা জানান, সৌরযানটিকে চূড়ান্ত কক্ষপথে স্থাপন করা না গেলে সেটি সূর্যের অভিমুখে নিজের যাত্রা চালিয়ে যাবে। ফলে এ দফায় ব্যর্থ হবে মিশন।

উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ওয়ান।

/এএম

Exit mobile version