Site icon Jamuna Television

বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় মামলা

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলন্ত ট্রেনে আগুন লাগার এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়াও বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

অগ্নিদগ্ধদের কেউই এখন পর্যন্ত ঝুঁকি বা শঙ্কা মুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

এএস/

Exit mobile version