Site icon Jamuna Television

গাইবান্ধায় সাংবাদিকের গাড়িতে হামলা, ভাঙচুর

গাইবান্ধা করেসপনডেন্ট:

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার ইমরুল কাওসার ইমনের ওপর হামলা করা হয়েছে। এ সময় তার প্রাইভেটকারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী পৌর এলাকার খাদ্য গুদাম সংলগ্ন গাইবান্ধা সড়কে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনাটি পরিকল্পিত বলেও দাবি করে ইমরুল কাওসার ইমন জানান, রাতে পলাশবাড়ী থেকে তার প্রাইভেটকারে করে গাইবান্ধা শহরের দিকে আসছিলেন। পথে পলাশবাড়ীর খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে এসে তার প্রাইভেটকার ঘিরে ধরে। একপর্যায়ে তারা হাতে থাকা লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর করে। দুর্বৃত্তরা বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়েছে। নির্বাচনী নিউজ সংগ্রহে ঢাকা থেকে গাইবান্ধায় এসেছিলেন বলে জানিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা জানান, গাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তরা প্রাইভেটকারের দুটি গ্লাস ভাঙচুর করলেও সাংবাদিক ইমন ও চালকের কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর থেকেই পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশ টহল অব্যাহত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এএস/

Exit mobile version