Site icon Jamuna Television

আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে: রিজভী

একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘অবৈধ নির্বাচন’ বর্জন ও হরতালের সমর্থনে রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি বলেও জানান তিনি। অভিযোগ করেন, ক্ষমতা হারানোর ভয়ে আগের রাতেই ব্যালট বাক্স ভরে রেখেছে।

রিজভী আরও বলেন, এই সরকার পতনের জন্য বিএনপির আন্দোলন চলমান থাকবে। এ সময় দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানান রিজভী।

এটিএম/

Exit mobile version