Site icon Jamuna Television

কোটা বাতিলের পরিপত্র জারি

১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে প্রবেশের সময় কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রাণলয়। আজ বৃহস্পতিবার নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

সরকারি চাকরি প্রত্যাশীরা কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো। গত ১৭ সেপ্টেম্বর সরকারি চাকরিতে নবম থেকে ত্রয়োদশ গ্রেড পর্যন্ত, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সুপারিশ করে সচিব কমিটি। পরে গতকাল তা অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এদিকে, গতকাল মন্ত্রিসভায় সুপারিশ অনুমোদনের পর মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। তারা শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে।

Exit mobile version