Site icon Jamuna Television

লবিং করে নির্বাচন পণ্ড করার চেষ্টা ব্যর্থ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নানান বাহানা তুলে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফার্মগেটের মনিপুরী পাড়ার বাচা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিসংযোগ ভাঙচুরসহ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পাশাপাশি বিদেশে লবিং করে নির্বাচন পণ্ড করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিএনপি। নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানান ঢাকা-১২ আসনের প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

২০১৪ সালের নির্বাচনের প্রসঙ্গ এনে আসাদুজ্জামান খান বলেন, পূর্বে বিএনপি অগ্নিসংযোগ দিয়ে যেভাবে মানুষ পুড়িয়েছে, ঠিক সেই কাণ্ডটি আবার শুরু করেছে দলটি। এ দেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। এ দেশের মানুষ আলোকিত থাকতে চায়। সেই জন্য মানুষ কোনো ভয়ভীতিতে ভীত না হয়ে, সুন্দরভাবে সারা বাংলাদেশে আজ ভোট দেবে। নতুনভাবে মানুষ সরকারকে দেখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এআই/এটিএম

Exit mobile version