Site icon Jamuna Television

অন্যের স্লিপে জালভোট দেয়ার সময় যমুনা টিভির কাছে ধরা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম-১ আসনে জাল ভোট দিতে এসে আব্দুল কাইয়ুম নামের একজন যমুনা টিভির সাংবাদিকের কাছে হাতেনাতে ধরা খেয়েছেন। রোববার (৭ জানুয়ারি) চট্টগ্রামের মীরসরাইয়ের জয়পুর পূর্ব জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এ ঘটনা।

ভোটকেন্দ্রে ভোট দিতে আসা ভুয়া ভোটার কাইয়ুম নামের ওই ব্যক্তিকে সাংবাদিক জিজ্ঞেস করেন, বাবার নাম কী? উত্তরে আমতা-আমতা করতে থাকেন। পরে বলেন, বাবা আবুল হোসেন। তবে আইডি কার্ডে তথ্য পাওয়া যায় প্রকৃতপক্ষে ভোটারের বাবার নাম আলী হোসেন। মূলত অন্যের ভোটার স্লিপ এনে ভোট দেয়ার সময় ধরা পড়েন তিনি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন ভোটার হয়েছেন এবার। সে জন্যই বাবার নাম ভুলে গিয়েছেন।

এরপর তাকে মায়ের নাম জিজ্ঞেস করলে বলেন, মায়ের নামও ভুলে গেছেন তিনি। জন্ম তারিখ জানতে চাইলে ১৯ বলে তোতলান। ধরা খাওয়ার পর এগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আর এসব কাজ করবেন না।

এআই/এনকে

Exit mobile version