Site icon Jamuna Television

যমুনা টিভির ক্যামেরা দেখে দৌড়ে পালালেন নৌকার পোলিং এজেন্ট

ক্যামেরা দেখে পালাচ্ছেন এজেন্ট (লাল টিশার্ট পরিহিত)।

ঢাকা-১ আসনের নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক পোলিং এজেন্টের অসদাচরণ ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তার অসদাচরণের সেই ভিডিও যমুনা টিভির ক্যামেরায় ধারণ করা হয়। বিষয়টি বুঝতে পেরে দৌড়ে পালিয়েছেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে। তিনি নৌকার প্রার্থী সালমান এফ রহমানের পোলিং এজেন্ট।

জানা যায়, পোলিং এজেন্ট হয়েও ওই ব্যক্তি ভোটকক্ষের বাইরে এসে ভোটারদের লাইন থেকে ডেকে নিয়ে আলাদা করে কথা বলছিলেন। এ সময় তার হাতে কিছু কাগজ ছিল। আইন অনুযায়ী পোলিং এজেন্ট ভোটকক্ষের বাইরে এসে ভোটারদের ডেকে আলাদা করে কোনোকিছু বলতে পারেন না। তার এই অসদাচরণ যমুনা টিভির ক্যামেরায় ধারণ করার বিষয়টি টের পেয়ে তিনি দৌড়ে পালান। একপর্যায়ে তিনি তার লোকবল নিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন।

পরে বিষয়টি প্রিজাইডিং অফিসারকে জানানো হয়। এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রফিকুল ইসলাম বলেন, তিনি এমনটি করতে পারেন না। এটি অনিয়ম। পরে তিনি ওই পোলিং এজেন্টকে সতর্ক করে দেন।

যদিও পরে অভিযুক্ত পোলিং এজেন্ট যমুনা টিভির কাছে তার এই কাজ অনিয়ম বলে স্বীকার করেছেন। বলেছেন, এমনটি আর করবেন না।

এনকে/এটিএম

Exit mobile version