Site icon Jamuna Television

নির্বাচনী নাটকের রহস্য সারা বিশ্বের কাছে উন্মোচিত: ড. মঈন

সরকারের সাজানো নির্বাচনী নাটকের শেষ অঙ্ক মঞ্চায়ন হচ্ছে আজ। দেশের জনগণ এই সরকারকে বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে গুলশানে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের নির্বাচনী নাটকের রহস্য সারাবিশ্বের কাছে উন্মোচিত হয়েছে। নির্বাচন বর্জনের মধ্য দিয়ে জনগণ প্রমাণ করেছে তারা আওয়ামী লীগ সরকারকে আর চায় না।

বিএনপির আন্দোলন সফল হয়েছে জানিয়ে মঈন খান আরও বলেন, দেশের মানুষ এই নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগের ভোটাররাও এই নির্বাচনে উৎসাহ পায়নি বলেও জানান তিনি।

এছাড়া ইসি নিয়েও কথা বলেছেন তিনি। বলেন, ভোটের হার নিয়ে কমিশনের বক্তব্যে কিছু যায় আসে না। সেটা জনগণের উপস্থিতির প্রতিফলন নয় বলেও মন্তব্য করেন তিনি।

/এমএইচ

Exit mobile version