Site icon Jamuna Television

ঢাকা-১: বুথের বাইরে বসে নৌকায় সিল মারছিলেন কর্মীরা

ঢাকা-১ আসনে নৌকার সমর্থকদের বিরুদ্ধে নানা অনিয়মের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে নবাবগঞ্জের মালিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুথের বাইরে বসে নৌকায় সিল মারার ঘটনা ঘটেছে। যা যমুনা টিভির সামনেই ঘটেছে। রোববার (৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তবে বিষয়টি অস্বীকার করেছেন ভোটের বুথে থাকা দায়িত্বশীলরা। এ বিষয়ে ওই বুথের দায়িত্বশীল ব্যক্তি বলেন, আমি একজন শিক্ষক মানুষ। যে ভোট দিয়েছে সে নিজের ভোটই দিয়েছে। তাকে বলা হয়েছে বুথের ভেতরে গিয়ে সিল মারতে। প্রকাশ্যে সিল মারার আইন নেই। এখন তিনি যদি কথা না শোনেন তাহলে এর বেশি ফোর্স তো করতে পারি না। বলার চেয়ে আমার কী বা করার আছে।

পরে যমুনা টিভির রিপোর্টার একাধিক সিল মারার ঘটনা তুলে ধরলে তিনি অস্বীকার করে বলেন, সে তার ভোটই দিয়েছে। তিনি জানান, এ ঘটনার পর তিনি পুলিশের সহযোগিতা নিয়েছিলেন।

জানতে চাইলে ওই কেন্দ্রের এক পুলিশ সদস্য বলেন, কেন্দ্রের বাইরে ভোটার নন, এমন কয়েকজন ভিড় করেছিল। আমি তাদেরকে সরাতে পারছিলাম না। পরে স্ট্রাইকিং ফোর্স ডাকি। ফোর্স আসার আগেই তারা চলে গেছে।

/এনকে

Exit mobile version