Site icon Jamuna Television

গাজীপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে বিদেশি প্রতিনিধিরা, জানালেন না পরিচয়

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

গাজীপুরের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন বিদেশি একটি প্রতিনিধি দল। জানা গেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে, সেই প্রতিনিধি দলে কারা ছিলেন, তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

রোববার (৮ জানুয়ারি) বেলা ১২টায় গাজীপুর-৩ আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ দুটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন তারা।

এসময় তারা দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে নানা বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন।

একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওয়াহিদুল আবরার বলেন, নির্বাচন সম্পর্কে সবকিছু তারা জানতে চেয়েছেন। তাদের সামগ্রিক বিষয়ে অবগত করা হয়েছে।

আরেকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাহবুবুল আলম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ১৫ মিনিটের মতো ছিলেন। এসময় তারা ভোট প্রদান দেখেন এবং ভোট নিয়ে নানা বিষয়ে জানতে চান। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করেছে কিনা, এসব বিষয়ে প্রশ্ন করেন। তাদের ভোট কেন্দ্রের সামগ্রিক বিষয়ে অবহিত করা হয়।

/এমএমএইচ 

Exit mobile version