Site icon Jamuna Television

প্রিজাইডিং অফিসারদের সহায়তায় ভোট কারচুপির অভিযোগ জামালপুর-২ জাপা প্রার্থীর

জামালপুর প্রতিনিধি:

জামালপুর-২ ইসলামপুর আসনে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ভোট কারচুপির করার অভিযোগ করেছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহামুদ।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে ইসলামপুরে জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলেন।

তিনি জানান, সকাল থেকে তার বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কমিয়ে ভুয়া ভোট মারার চেষ্টা করছে ধর্মপ্রতিমন্ত্রীর লোকজন। সেই সাথে ভোটার উপস্থিত হতে দিচ্ছে না। ভোট চুরির মহাউৎসব শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি কিন্তু কোনো পদক্ষেপ দেখিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেনসহ সাংবাদিকরা।

এটিএম/

Exit mobile version