Site icon Jamuna Television

গাজীপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ভারতীয় প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছে ভারতীয় প্রতিনিধি দল। রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে টঙ্গীর বিসিক শহীদ স্মৃতি স্কুল ভোটকেন্দ্রে এজেন্ট ও ভোটারদের সাথে কথা বলেন তারা। পরে, প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলেন।

প্রতিনিধি দলের সদস্য গৌতম লাহেরী বলেন, শতাংশের হিসেবে এখনও আশানুরূপ ভোট পড়েনি। তবে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পরে দুপুর ২টার দিকে টঙ্গী কলেজ গেইট এলাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন এ প্রতিনিধি দলের সদস্যরা।

এছাড়াও প্রতিনিধি দলটিতে রয়েছেন, অমিতাভ রয় ও ভেঙ্কট নারায়ণ।

/আরএইচ

Exit mobile version