Site icon Jamuna Television

আসতে শুরু করেছে বিভিন্ন কেন্দ্রের ফলাফল

শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম। বেশ কিছু জেলা ও কেন্দ্রে বিক্ষিপ্ত সহিংসতা ছাড়া মোটামুটি ভালোভাবে ভোট কার্যক্রম শেষ হয়েছে। তবে এরই মধ্যে শুরু হয়েছে ভোট গণনা। বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে ভোটের আংশিক ফলাফল।

সারাদেশে বেলা ৩টা পর্যন্ত, অর্থাৎ ৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানের মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। সারাদেশের ভোটের পরিস্থিতি জানাতে দ্বিতীয় দফায় সাংবাদিকদের মুখোমুখি এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। যার মধ্যে পুরুষ ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ৩১১ জন, নারী ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৭৭৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৮ জন। তবে কত শতাংশ ভোট পড়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এটিএম/

Exit mobile version