Site icon Jamuna Television

চট্টগ্রাম-১৬: নৌকার মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে এই সিদ্ধান্ত দেয় কমিশন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিব ব্রিফিংয়ে বলেন, তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন। সব বিবেচনায় নিয়ে কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে।

এর আগে, মনোনয়নপত্র জমা দেয়ার দিন সাংবাদিকদের হয়রানি করার অভিযোগে আলোচনায় এসেছিলেন এ সংসদ সদস্য। তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেছিলো ইসি। রোববার বিকেলে তার প্রার্থিতা বাতিলের বিষয়ে চিঠি ইস্যু করেছে নির্বাচন কমিশন।

/এনকে

Exit mobile version