Site icon Jamuna Television

ভোট দিয়ে ৩০০ ফিট ঘুরে এলেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস। ছবি: ফেসবুক পেজ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে তিনশো ফিট ঘুরে এলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কালো চশমা পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করছেন এই নায়িকা।

নায়িকা অপু বিশ্বাস মূলত বাড্ডা এলাকার বাসিন্দা। এই এলাকাটি ঢাকা ১১ আসনে অন্তর্ভুক্ত। সাম্প্রতিক সময়ে ৩০০ ফিটের বহুল পরিচিত স্থানে ছবি তোলার লোভ সামলাতে পারেননি অপু। পোস্টে লিখেছেন, ২০২৪ নির্বাচন। এই প্লেসের লোভ আমিও সামলাতে পারলাম না।

উল্লেখ্য, নৌকার প্রচারণায়ও অংশ নিতে দেখা গেছে এই নায়িকাকে। মূলত ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌসের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।

\এআই/
 

Exit mobile version