Site icon Jamuna Television

ব্যারিস্টার সুমনের ‘ফ্লাইং কিক’, উড়ে গেলেন বিমান প্রতিমন্ত্রী

সামাজিক মাধ্যমের পরিচিত মুখ। নানা সময়ে নানা বিষয়ে প্রতিবাদ জানিয়ে থাকেন আলোচনায়। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন। সেই সৈয়দ সায়েদুল হক সুমন এবার লড়েছেন হবিগঞ্জ-৪ আসন থেকে। নৌকা পাননি; মার্কা ছিল ঈগল। সেই ঈগল প্রতীকেই করলেন বাজিমাত।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট। অর্থাৎ, ফুটবলপাগল ব্যারিস্টার সুমনের ফ্লাইং কিকে শেষ পর্যন্ত উড়েই গেলেন বিমান প্রতিমন্ত্রী।

চুরুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে হবিগঞ্জ-৪ আসন। আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিল ১৭৭ টি।

হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী ও ব্যারিস্টার সুমন ছাড়াও ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, ইসলামী ঐক্যজোটের আবু ছালেহ, জাতীয় পার্টির আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ আবদুল মমিন, বিএনএমের মো. মোখলেছুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন ও বাংলাদেশ কংগ্রেসের সৈয়দ মো. আল আমিন।

/এনকে

Exit mobile version