Site icon Jamuna Television

মাঠের ক্যাপ্টেন এখন এমপি

খেলার মাঠে যেমন ছক্কা পিটিয়ে অভ্যস্ত বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান, তেমনি রাজনীতিতে অভিষেক মঞ্চেই হাঁকালেন ওভার বাউন্ডারি। মাগুরা-১ আসন থেকে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী সাকিব। তাই বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন এখন এমপি-ও।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ডাব মার্কা নিয়ে নির্বাচন করা অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫৯৭৩ ভোট।

মাগুরা-১ এ মোট ভোটকেন্দ্র ছিল ১৫২টি।

এরআগে দিনভর বেশ উৎসবমুখর পরিবেশে ভোট হয় মাগুরায়। সকাল সকাল নিজের ভোট দেন সাকিব।

পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। সে সময় সকলকে নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

/এমএমএইচ

Exit mobile version