Site icon Jamuna Television

ভোটের ফলাফল ভুল দাবি করে মধ্যরাতে নির্বাচন কমিশনে হাজির ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থী

ভোটের ফলাফল ভুল দাবি করে তা পরিবর্তনের আপিল নিয়ে মধ্যরাতে নির্বাচন কমিশনে যান ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থী হারুনুর রশিদ মুন্না। আসনটিতে ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল।

ফলাফল অনুযায়ী, ট্রাক প্রতীকে সজল পেয়েছেন ৫০ হাজার ৩৬১ ভোট। অপরদিকে নৌকার হারুনুর রশিদ মুন্না পেয়েছেন ৫০ হাজার ৩৩৪ ভোট।

মুন্না বলেন, আমি ৬১৩ ভোটে জিতেছি। আমরা আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত ছিলাম। এ সময় আমার দুইজন সহকারীকে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাই। তিনি আমাকে জানিয়েছেন, অফিসাররা যা ডিকলেয়ার করতে বলে আমি তাই করি। আমাকে আপিল করার জন্য বলা হয়েছে।

এটিএম/

Exit mobile version