Site icon Jamuna Television

বাঁচানো গেল না সুন্নতে খৎনা করাতে গিয়ে মৃত্যুর মুখে থাকা সেই আয়ানকে

গত ৩১ ডিসেম্বর সুন্নতে খৎনার জন্য রাজধানীর বাড্ডার মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় নার্সারি পড়ুয়া শিশু আয়ানকে। খৎনা করাতে সাধারণত লোকাল অ্যানেসথেসিয়া দেয়া হয়। কিন্তু অভিযোগ ছিল, তাকে পুরো শরীর অ্যানেসথেসিয়া দেন চিকিৎসকরা। এরপর আর জ্ঞান ফেরেনি আয়ানের। অবশেষে আর বাঁচানো গেল না তাকে।

রোববার (৭ জানুয়ারি) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

পরিবারের অভিযোগ, তার পুরো শরীর অ্যানেসথেসিয়া দেয়ার সময় তাদের অনুমোতি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার বিচার দাবি করেন তারা। এরপর যমুনা নিউজে ‘সুন্নতে খৎনা করাতে গিয়ে মৃত্যুমুখে আয়ান।’ এই শিরোমানে সংবাদ প্রকাশিত হয়।

এটিএম/

Exit mobile version