Site icon Jamuna Television

বিজয় মিছিল শেষে ফেরার পথে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

আওয়ামী লীগের নৌকার বিজয় মিছিল শেষে ফেরার পথে ঝালকাঠিতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই নেতার নাম কাজী ফুয়াদ। তিনি নলছিটি ‍উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। নিহত চৌদ্দবুড়িয়া গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে।

স্থানীয়রা জানান, নির্বাচনে ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী আমির হোসেন আমু বিজয়ী হওয়ায় রাতে আনন্দ মিছিল বের করেন তারা। বিজয় মিছিল শেষে ফুয়াদ বাড়ির দিকে রওনা দেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ বিষয়ে জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি মুরাদ আলী।

/এনকে

Exit mobile version