Site icon Jamuna Television

আমীর খসরু ও তার স্ত্রীর দেশত্যাগে দুদকের নিষেধাজ্ঞা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী মিসেস তাহেরা আলমের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার বিকালে দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের স্বাক্ষরে স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার বরাবর পাঠানো চিঠিতে এ নিষেধাজ্ঞা চাওয়া হয়।

চিঠিতে বলা হয়, সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ মানিলন্ডারিং করে বিভিন্ন দেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। তিনি নিজে, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে দুদকের কাছে। সেসব অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

দুদকের চিঠিতে আরও বলা হয়েছে, ‘বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য বিদেশ গমন রহিত করা আবশ্যক।

Exit mobile version