Site icon Jamuna Television

৫ কোটি তরুণের কর্মসংস্থানই হলো এবারের চ্যালেঞ্জ: কৃষিমন্ত্রী

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সাধারণ জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
সোমবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী, পৌর পরিষদ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, পদ্মা সেতু, রূপপুর পরমানবিক কেন্দ্র, কর্ণফুলি টানেলসহ শতশত উন্নয়ন এখন দৃশ্যমান। ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষার উন্নয়ন হয়েছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, এবার আমাদের মূল স্লোগান হলো উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। আমাদের দেশের প্রায় পাঁচ কোটি তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি করাই হলো এবারের মূল লক্ষ্য।

আইসিটির উন্নয়ন-সম্প্রসারণ ও ইকোনোমিক জোন করার মাধ্যমে শিল্পায়ন করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করলেই দেশের উন্নয়ন টেকসই হবে বলেও মন্তব্য করেন তিনি।

এএস/

Exit mobile version