Site icon Jamuna Television

গাজায় অবশ্যই ফিলিস্তিনিদের থাকতে দিতে হবে: ব্লিনকেন

মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন অ্যান্টনি ব্লিনকেন। ছবি: বিবিসি।

গাজায় অবশ্যই ফিলিস্তিনিদের থাকতে দিতে হবে। মধ্যপ্রাচ্য সফরকালে রোববার (৭ জানুয়ারি) এ মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নিতে ইসরায়েলি কয়েক নেতার মন্তব্যের জেরে এ বার্তা দেন তিনি। ব্লিনকেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই বেসামরিকদের নিজ বাড়িতে ফিরতে দিতে হবে। গাজা ছাড়তে তাদেরকে দেয়া যাবে না কোনোপ্রকার চাপ। এদিন ইসরায়েলি কর্মকর্তাদের এমন মন্তব্যের নিন্দাও জানান ব্লিনকেন।

হামাস-ইসরায়েল সংঘাত আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই মধ্যপ্রাচ্য সফর। এর অংশ হিসেবে তুরস্ক, জর্ডান, কাতারে সফর শেষে রাতে পৌছান সংযুক্ত আরব আমিরাতে। এই সফরে আমিরাত ও সৌদি নেতাদের সাথেও আলোচনায় বসবেন ব্লিনকেন বলে জানা গেছে। চলতি সপ্তাহেই তার পশ্চিম তীর ও মিসর সফরেও যাওয়ার কথা রয়েছে।

\এআই/

Exit mobile version