Site icon Jamuna Television

নরসিংদীতে অবৈধ গ্যাসের লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ সদস্য

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর মাধবদীতে অবৈধ গ্যাস সংযোগের পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে একই পরিবারের শিশুসহ ৫ জন। বর্তমানে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসা চলছে।

সোমবার (৮ জানুয়ারি) ভোর ৪টায় মাধবদীর নুরালাপুর ইউনিয়নের গদায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশীর অবৈধ গ্যাস সংযোগের পাইপ লিকেজ হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলো মাধবদী গদায়েরচর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে শামীম (৪০), তার স্ত্রী আকলিমা (৩০), তার বড় মেয়ে সানজিদা (২০), তার ছোট মেয়ে রিয়ামনি (৮) ও তার বড় ভাই গাফফার মিয়া (৪৫)। তাদের ৫ জনেরই শরীরের ১৫ শতাংশেরও বেশি পুড়ে গেছে বলে জানিয়েছেন নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানান, সোমবার ভোর রাতে ঘুম থেকে উঠে বাবা শামীমের জন্য নাস্তা তৈরি করছিলেন বড় মেয়ে সানজিদা। এ সময় দেয়াশলাই দিয়ে সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় রান্নাঘরসহ পাশের দুটি ঘরে। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তেই ফেটে যায় একতলা ভবনটির চারপাশ। সেই সাথে রান্নাঘরে থাকা সানজিদাসহ অগ্নিদগ্ধ হন ঘুমিয়ে থাকা পরিবারের বাকি ৪ জন।

পরে প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরে সেখানেও তাদের অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় শেখ হাসিনা বার্ন ইউনিটে। এলাকার অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অবৈধ সংযোগের কথা স্বীকার করে জেলার তিতাস গ্যাসের সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত হালদার বলেন, দুই বছর আগে আমরা এখানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গিয়েছিলাম। কিন্তু সম্প্রতি কে বা কারা আবারও পুরনো লাইন থেকে সংযোগ নিয়েছে। এই লাইনে লিকেজের কারণেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

এসজেড/

Exit mobile version