Site icon Jamuna Television

তীব্র বৃষ্টিতে স্লোভানিয়ার গুহায় আটকা পর্যটকরা

পর্যটক উদ্ধার করতে কাজ করছেন উদ্ধার কর্মীরা। ছবি: রয়টার্স।

তীব্র বৃষ্টির কবলে স্লোভানিয়ার দক্ষিণাঞ্চলে একটি গুহায় আটকা পড়েছেন ৫ জন। আটকে পড়াদের মধ্যে রয়েছে তিনজন পর্যটক ও দুই ট্যুর গাইড। সোমবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার হয় এ ঘটনা। কর্তৃপক্ষ জানায়, গুহামুখ থেকে দুই কিলোমিটার ভেতরে আটকা পড়েছেন তারা। বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি এখনও।

তবে পৌঁছানো হয়েছে খাবার, বিশুদ্ধ পানি আর উষ্ণ তাবু। এখনও অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। সময় লাগতে পারে আরও এক থেকে দুই দিন। তবে বৃষ্টিপাত বাড়লে তৈরি হতে পারে জটিলতা। জানা গেছে, ক্রিজনা জামা নামের ঐ গুহা আট দশমিক দুই কিলোমিটার লম্বা। শুধুমাত্র নৌকাযোগেই যাওয়া যায় ঐ স্থানে।

\এআই/

Exit mobile version