Site icon Jamuna Television

ইতালির আল্পস পর্বতে তুষারধসে মৃত্যু দুই পর্যটকের

ছবি: রয়টার্স।

ইতালিতে তুষারধসে মৃত্যু হলো দুই পর্যটকের। আল্পস পর্বত থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ। সোমবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় দুপুরে পিডমন্ট অঞ্চলের ফরমাজা উপত্যকায় হঠাৎ শুরু হয় প্রবল তুষারপাত। ঝড়ের মধ্যে দুই হাইকারকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তাদের খোঁজ শুরু করে রেসকিউ গ্রুপ সিএনএসএএস। তীব্র বাতাসে অসম্ভব হয়ে পড়ে পায়ে হেঁটে ঐ স্থানে পৌঁছানো। পরে হেলিকপ্টারযোগে উপত্যকায় যায় উদ্ধার কর্মীরা।

এরপর প্রশিক্ষিত কুকুরের সহায়তায় খুঁজে পাওয়া যায় দুই পর্যটকের মরদেহ। বাতাসের তোড়ে একজন পড়ে ছিলেন হিম শীতল লেকে। আরেকজনের মরদেহ চাপা পড়েছিলো তুষারের স্তূপের নীচে। এখনও প্রকাশ করা হয়নি দুই পর্যটকের নাম ও পরিচয়।

\এআই/

Exit mobile version