Site icon Jamuna Television

দিনাজপুর-৬ আসনে জামানত খোয়ালেন ৩ প্রার্থী

শাহ আলম বিশ্বাস (বায়ে), শাহ নেয়াজ ফিরোজ (মাঝে) ও মোফাজ্জল হোসনে মোফা (ডানে)।

হিলি করেসপনডেন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে জামানত হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী। তারা হলেন, তৃণমূল বিএনপি’র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোনালী আঁশ প্রতীকের মোফাজ্জল হোসনে মোফা, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের শাহ নেয়াজ ফিরোজ ও জাসদ (ইনু) প্রার্থী মশাল প্রতীকের শাহ আলম বিশ্বাস।

তাদের মধ্যে, মোফাজ্জল হোসনে মোফা পেয়েছেন ২ হাজার ৫০০, শাহ নেয়াজ ফিরোজ পেয়েছেন ১ হাজার ১৪৫, শাহ আলম বিশ্বাস পেয়েছেন ৭২৪টি ভোট।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের আট শতাংশ ভোট এবং এর সাথে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। জামানত রক্ষার জন্য ওই আসনে তাদের অন্তত ২১ হাজার ৫৬৬ ভোট পেতে হতো।

উল্লেখ্য, এই আসনে ১ লাখ ৮২ হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিবলী সাদিক।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৬৭৪ জন। এর মধ্যে রোববারের (৭ জানুয়ারি) নির্বাচনে মোট ভোট পড়েছে ২ লাখ ৭৫ হাজার ৭৩৫টি। তার মধ্যে বৈধ ভোট গণনা করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫৫১টি।

এএস/

Exit mobile version