Site icon Jamuna Television

বিগ ব্যাশকে পেছনে ফেললো এসএ টোয়েন্টি

ছবি: সংগৃহীত

ক্রিকেটে বেড়েছে বাণিজ্য, বেড়েছে আয়। অর্থের ঝনঝনানির কারণে ক্রিকেটাররাও ঝুঁকে পড়েছেন ফ্রাঞ্চাইজি লিগে। ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের আকৃষ্ট করতে প্রাইজমানিও দিন দিন বেড়ে চলেছে এসব আসরে।

বুধবার শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি। টুর্নামেন্ট সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকান মুদ্রায় এবার ৭ কোটি রেন্ড অর্থ পুরস্কার দেবে প্রোটিয়া বোর্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা।

সিএসএর এ ঘোষণার মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগগুলোর সর্বোচ্চ প্রাইজমানির তালিকায় দুইয়ে উঠে এলো এসএ টোয়েন্টি। আইপিএলের পরেই এখন এসএ টোয়েন্টির অবস্থান। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলের সর্বশেষ আসরে রেকর্ড ৬১ কোটি টাকা অর্থ পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ক্রিকেট বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সর্বোচ্চ প্রাইজমানিতে এত দিন ৩৯ কোটি টাকা পুরস্কার দিয়ে আইপিএলের পরেই অবস্থান ছিল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের। ৪০ কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে দুইয়ে উঠে এসেছে এসএ টোয়েন্টি, বিগ ব্যাশ নেমে গেছে তিনে।

বিসিবি বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হলেও বিপিএল নেই তালিকায় শীর্ষ পাঁচেও । প্রাইজমানির দিক দিয়ে বিপিএলের অবস্থান নবম। ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম আসর। এবারের আসরের প্রাইজমানি এখনো জানায়নি বিসিবি। প্রাইজমানির দিক থেকে শীর্ষ ১০ লিগের তালিকায় বিপিএলের পর শুধু লঙ্কান প্রিমিয়ার লিগ।

বিপিএলের ২০২২ মৌসুমে মোট প্রাইজমানি ছিল ২ কোটি টাকা। গেল বছর দ্বিগুণ বাড়িয়ে ৪ কোটি করা হয়। এ বছর যদি আরও দ্বিগুণ বাড়িয়ে ৮ কোটি করার ঘোষণাও আসে, তবু নয়েই থাকবে। কারণ, আটে থাকা নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশের প্রাইজমানির পরিমাণ ৮ কোটি ২০ লাখ টাকার কিছু বেশি।

তালিকায় আইপিএল, এসএ টোয়েন্টি, বিগ ব্যাশের পরেই আছে পাকিস্তান সুপার লিগ পিএসএল। পাকিস্তান ক্রিকেট বোর্ড গত আসরে ৩৮ কোটি টাকা অর্থ পুরস্কার দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল আছে পাঁচে। এই লিগে মোট ২৩ কোটি টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।

১৪ কোটি ২০ লাখ টাকা অর্থ পুরস্কারে ছয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি বা আইএল টি–টোয়েন্টি। বিপিএলের চেয়ে অর্থ পুরস্কার বেশি হওয়ায় বেশির ভাগ বিদেশি ক্রিকেটার আরব আমিরাতে খেলতে যাচ্ছেন। ফলে শীর্ষ সারির অনেক তারকা ক্রিকেটাররা থাকবেন না বিপিএলে।

প্রাইজমানির দিক থেকে বেশ পিছিয়েই আছে ইংল্যান্ডের টি–টোয়েন্টি ব্লাস্ট। এই টুর্নামেন্টে প্রায় ১৪ কোটি টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। ইসিবির ফ্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেড এর প্রাইজমানিও বিপিএলের চেয়ে বেশি ৪ কোটি ১৭ লাখ টাকা।

/আরআইএম

Exit mobile version