Site icon Jamuna Television

একটি রুটির দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার!

একটি রুটির দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার লম্বা! আবিশ্বাস্য মনে হলেও এমনই এক রুটি বানিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে মেক্সিকোর একটি বেকারি। খবর বিএনএনের।

দীর্ঘ রুটি হিসেবে নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। রোববার (৭ জানুয়ারি) রাজধানী মেক্সিকো সিটির রাস্তায় ছিলো এই ব্রেডের প্রদর্শনী। কয়েক ডজন টেবিল জোড়া লাগিয়ে রাখা হয় রুটিটিকে। যা মুগ্ধ করে চলতি পথের মানুষজনকে। অনেকেই আগ্রহ সহকারে পর্যবেক্ষণ করেন পুরোটা রুটি। লম্বা এই ব্রেডটিকে ১৫ সেন্টিমিটার করে ১৮ হাজার টুকরা করা হয়। পরে বিলিয়ে দেয়া হয় দর্শনার্থীদের মধ্যে।

উল্লেখ্য, ১৪ শতকে ফ্রান্স এবং স্পেনে এই রুটির উদ্ভাবন হয়। ঐতিহ্যগতভাবে জানুয়ারির শুরুর দিকে বিশেষ এই খাবারটি খেয়ে থাকে মেক্সিকানরা।

/এএম

Exit mobile version