Site icon Jamuna Television

বিএনপির পর জামায়াতেরও কর্মসূচি ঘোষণা

দ্বাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন ভোটের দাবিতে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী কাল মঙ্গলবার (৯ জানুয়ারি) ও বুধবার (১০ জানুয়ারি) সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে এই কর্মসূচি দেয়ার কথা জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এ টি এম মাছুম।

জামায়াতের বিবৃতিতে বলা হয়, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট না দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। এছাড়া, তাদের কর্মসূচি পালনে দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে, দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান একই দাবিতে দুইদিনের গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন। দু’দিন পরে দলটির নতুন কর্মসূচি আসবে বলেও এ সময় জানান তিনি।

/আরএইচ

Exit mobile version