Site icon Jamuna Television

রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন

রাজশাহী মহানগরের আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাজশাহী ফায়ার সিনিয়র স্টেশন অফিসার শামিমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখন বলা সম্ভব নয়। ২টি গোডাউন পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে এটি বলা সম্ভব নয়, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেগুলো নির্ধারণের কাজ চলছে।

মূলত আরডিএ মার্কেটের সামনের গেট থেকে দক্ষিণপাশে এ আগুন লেগেছে। এ মার্কেটের দক্ষিণ পাশের দোকানগুলোর মধ্যে বেশিরভাগ বিভিন্ন ধরনের চামড়াজাত দ্রব্যের দোকান রয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, এ মার্কেটটি অগ্নিনির্বাপণের জন্য খুবই ঝুঁকিপুর্ণ উল্লেখ করে ফায়ার সার্ভিস থেকে বেশ কয়েকবার নোটিশ দেয়া হয়েছে। তারপরও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

উল্লেখ্য, আরডিএ মার্কেটে প্রায় দুই হাজার দোকানপাট রয়েছে।

/এএম  

Exit mobile version