Site icon Jamuna Television

পিস্তল উঁচিয়ে গুলি করা সেই ‘ব্ল্যাক শামীম’ গ্রেফতার

রোববার সকালে চট্টগ্রামের পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে সংঘর্ষের সময় পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ছেন এই যুবক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম–১০ আসনের পাহাড়তলীতে পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৮ জানুয়ারি) রাতে আগ্নেয়াস্ত্রসহ চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবকের নাম শামীম আজাদ ওরফে ‘ব্ল্যাক শামীম’।

এর আগে, রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন দুজন। এসময় সেখানে শামীম আজাদ ওরফে ‘ব্ল্যাক শামীম’কে বিদেশি অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি করা ব্যক্তির নাম শামিম আজাদ ওরফে ব্ল্যাক শামিম। নগরের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ওই যুবক।

/এএম

Exit mobile version