Site icon Jamuna Television

মনোনয়ন পেলেন জয়া-ফারিণ

কলকাতার বাংলা সিনেমায় অভিনয় করেছেন দুজন। এক দশক ধরে দাপটের সাথে বিচরণ করছেন জয়া আহসান। অন্যদিকে, গত বছর তাসনিয়া ফারিণের ডেব্যু হয়েছে। এবার মনোনয়নও পেয়েছেন দুই সময়ের এই দুই অভিনয়শিল্পী।

ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ডব্লিউবিএফজেএ) আয়োজিত ‘সিনেমার সমাবর্তন ২০২৪’-এর পুরস্কার আসরে মনোনয়ন পেয়েছেন জয়া ও ফারিণ।

কৌশিক গাঙ্গুলি নির্মিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। আর অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা উদীয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিণ।

গত বছর অতনু ঘোষের আলোচিত ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে ডব্লিউবিএফজেএ পুরস্কার জিতে নেন জয়া আহসান। এবার জয়ার সঙ্গে ডব্লিউবিএফজেএ পুরস্কারের মনোনয়ন তালিকায় আছেন মমতা শঙ্কর (‘পালান)’, অনন্যা সেন (‘দিলখুশ’) ও অনিন্দিতা বোস (‘আরও এক পৃথিবী’)। এদিকে, তাসনিয়া ফারিণকে লড়তে হবে ‘দিলখুশ’ অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে।

/এএম

Exit mobile version